আমাদের পেজের কভার ফটোতে আমরা গুরুত্ব দেই না কিন্তু আমাদের পেজের কভার ফটো হতে হবে রুচিসম্মত। এবং ফেসবুক নির্ধারিত সাইজ।
একজন ক্রেতা যখন আমাদের পেইজ ভিজিট করতে আসবে তখন সবার প্রথমে আমাদের পেইজের কভার ফটো তার নজরে পড়ে। কিন্তু আমাদের বেশিরভাগ উদ্যোক্তার কভার ফটোতে দেখা যায় নিজের কোনো একটা প্রোডাক্টের ছবি বা কোনো একটা ডিজাইন দিয়ে রেখেদেই যা অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায়না। আবার অনেকে নেট থেকে কালেক্ট করা কোনো একটা ছবি কভার ফটোতে দিয়ে রাখে, যেটা ক্রেতার চোখে খুবই হাস্যকর এবং আনপ্রফেশনাল দেখায়। কাস্টমার আমাদের পেইজ থেকে প্রোডাক্ট অর্ডার করার ব্যাপারে আস্থা বা বিশ্বাস রাখতে পারেনা, এবং প্রতারিত হওয়ার ভয় তার মধ্যে কাজ করে। আমদের পেইজকে সে নতুন, আনপ্রফেশনাল বা ফ্রড হিসেবে বিবেচনা করে অর্ডার করতে এসেও ফিরে যায়।
তাই অবশ্যই পেইজের কভার ফটো সুন্দর এবং ফেসবুক নির্ধারিত সাইজ দিয়ে পেইজের কভার ফটো দিতে হবে।