নিজের মধ্যে শেখার মানসিকতা সৃষ্টি করতে হবে
আমরা যা কিছুকেই পেশা হিসেবে বেছে নেই সেটা সখে হোক আর প্রয়োজনে একটা নির্দিষ্ট জায়গাতে পৌছাতে গেলে অবশ্যই সে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে আর এরজন্য পড়ার কোন বিকল্প নেই। বাইরে থেকে যতই আলাদা মনে হোক না কেন, ভেতরে সব মানুষেরই কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে এবং একটু কাছ থেকে দেখলেই সেগুলো স্পষ্ট হয়ে ওঠে। মানুষ গুলোর ভালোদিক পর্যবেক্ষণ করার চেষ্টা করতে হবে।
যা কাজ করছি বা করবো তা সম্পর্কে আমাদের জ্ঞান আহরণ করতে হবে।
বিক্রয় কৌশলের ওপর লেখা প্রচুর বই ও ব্লগ আছে খুব সুন্দর সুস্পষ্ট ভাষায় আছে। এগুলো একটু সময় নিয়ে পড়লে বেশকিছু জিনিস শেখা যায়। অভিজ্ঞ বিক্রয়কর্মীদের সঙ্গে চলাফেরা করলে তাদের সঙ্গে কাজ করলে তাদের কাজ পর্যবেক্ষণ করলে অনেক কিছুই শেখা হয়। মোট কথা নিজের মধ্যে শেখার মানসিকতা সৃষ্টি করতে হবে তবেই শিখতে পারবো এবং কাজের সফলতা আসবে।