বর্তমানে মানুষের মাঝে পোশাকের রুচিবোধের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে বিষয়টা তা হল, “মানুষের রুচিবোধকে” প্রাধান্য দিয়ে।
বেশিরভাগ বুটিক হাউসগুলো এখনকার মানুষের রুচিবোধের সাথে পোশাকের ডিজাইন করছে। তাই আমাদের প্রথমে বুঝতে হবে এই পণ্য আমরা কাদের জন্য তৈরি করছি, আমাদের টার্গেট ক্রেতা কারা? আর এর সাথে সাথে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল ক্রেতাদের রুচিবোধ। আরেকটা ব্যপার আমাদের খেয়াল করতে হবে পোশাকের বৈচিত্র্যতা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এখনকার দিনে, বিশেষ করে তরুণ সমাজের মাঝে এই পোশাকের বৈচিত্র্যতা খুবই লক্ষ্য করা যাচ্ছে। তারা অনুষ্ঠানভেদে পোশাকের রং বা ধরণকে প্রাধান্য বেশি দিয়ে থাকে। তাই এই বিষয়টি ও আমাদের খেয়াল রাখতে হবে, এছাড়া সৃষ্টিশীলতাকে সব সময় নিজের মতো করে পোশাকের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হয়।